স্পোর্টস ডেস্ক: ৪ বছর আগে ফরাসি তারকা পল পগবাকে বিনা টাকায় ছেড়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর এবার তাকেই হাজার কোটি টাকার বিনিময়ে কিনতে চাইছে ইংলিশ ক্লাবটি। তবে জুভেন্টাস কি পগবাকে ছেড়ে দিবে? এখনো সে ব্যাপারে তেমন কোন কিছু জানায়নি ইতালিয়ান এই ক্লাবটি।
বিগত ২০১২ সালে দলে সুযোগ না পাওয়ার ক্ষোভে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন পগবা। সুযোগে ফরাসি মিডফিন্ডারতাকে ফ্রি ট্রান্সফারে নিজেদের দলে টেনে নেয় জুভেন্টাস। পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজেকে অনন্য উচ্চতায় নেওয়ার পাশাপাশি বর্তমান বিশ্বের সবথেকে চাহিদাসম্পন্ন মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।
ইংলিশ গনমাধ্যম দাবি করেন, ইতোমধ্যে ১০৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ম্যান ইউ। কিন্তু ফ্রেঞ্চ এই তারকাকে পেতে ১২০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে মরিনহোর দলকে। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ১ হাজার ৪০ কোটি টাকা। এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি ছিল ওয়েলস তারকা গ্যারাথ বেলের। টটেনহ্যাম থেকে ১০০ মিলিয়ন ইউরোয় রিয়াল মাদ্রিদে যোগ দেন বেল। যদি পগবা ম্যান ইউতে যোগ দেন তাহলে বেলকে ছাড়িয়ে যাবেন এই তারকা।