স্পোর্টস ডেস্ক: আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে ভারতের বিপক্ষে দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সর্বশেষ ২০১৯ সালে ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ দল। সেবার দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ দল। এর ফলে প্রায় পাঁচ বছর পর আবারও ভারত সফরে যাচ্ছেন নাজমুল-মুশফিকরা। বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ দিয়েই ঘরের মাঠে ২০২৪-২৫ আন্তর্জাতিক মৌসুম শুরু করবে ভারত। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে।
দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ৬, ৯ ও ১২ অক্টোবর। প্রথম ম্যাচ ধর্মশালা, দ্বিতীয় ম্যাচ দিল্লি ও তৃতীয় ম্যাচের ভেন্যু হলো হায়দরাবাদ। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এ নিয়ে তৃতীয়বার ভারতের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। গতবার প্রথম টি-টোয়েন্টি জিতলেও পরের দু’টিতে হেরে সিরিজ খোয়ায় টাইগাররা। আর টেস্ট সিরিজে হয় ধবলধোলাই। এর আগে ২০১৭ সালে শুধুমাত্র একটি টেস্ট খেলার জন্য ভারত সফর করে বাংলাদেশ। হায়দরাবাদে অনুষ্ঠিত সেই ম্যাচটি ভারত জেতে ২০৮ রানের বড় ব্যবধানে।