News71.com
 Sports
 22 Jul 16, 06:23 PM
 728           
 0
 22 Jul 16, 06:23 PM

কাবাডির আসরে জাতীয় সঙ্গীত গাইলেন সানি ।।

কাবাডির আসরে জাতীয় সঙ্গীত গাইলেন সানি ।।

স্পোর্টস ডেস্কঃ স্পোর্টসের ইভেন্টে বলিউডের স্টারদের এনে জাতীয় সঙ্গীত পরিবেশন করানোটা ট্রেন্ডে পরিণত হয়ে গিয়েছে৷ টি-২০ বিশ্বকাপে ইডেন গার্ডেন্স অমিতাভ বচ্চনের ব্যারিটোন ভয়েসে শুনেছে ভারতের জাতীয় সঙ্গীত৷

প্রো-কাবাডিতে প্রায়শই কোনও না কোনও তারকারা ম্যাচের আগে আসেন ভারতের জাতীয় সঙ্গীত গাইতে৷ এবার মুম্বাইতে এই টুর্নামেন্টের উদ্বোধনে স্ট্যান্ড-আপ কমেডিয়ান কপিল শর্মা এসেছিলেন৷ তারপর সোনাক্ষী সিনহাও আসেন৷ গতকাল ভারতের জাতীয় সঙ্গীত শোনালেন বলিউডের ‘নীল’ অভিনেত্রী সানি লিওন৷আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে মাঠে এসেছেন তিনি৷কিন্তু কাবাডিতে এই প্রথম৷

তাও আবার ভারতের জাতীয় সঙ্গীত শোনা গেল তাঁর কাছ থেকে৷পর্নস্টার সানি এখন বলিউডের নায়িকা৷সানি মানেই ‘সেনসেশন৷’তবে জয়পুর বনাম মুম্বই ম্যাচের আগে শুধুই দেশপ্রেম সানির গলায়৷ এবার কিন্তু সানির দেশপ্রেমেই উদ্ধুদ্ধ করলেন৷

সাদার উপর সোনালী পাড়ের সালওয়ার স্যুটে সানি এসেছিলেন কাবাডির আসরে৷সঙ্গে ছিলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার৷সানি টুইটারে লিখেছেন,‘‘ এই মুহূর্তটা কখনও ভুলতে পারবে না৷ জাতীয় সঙ্গীত গাইতে পেরে আমি অত্যন্ত সম্মানিত৷আনন্দে আমার চোখে জল চলে এসেছিল৷’’ সানির প্রশংসা করে অনেকেই টুইটারে ঝড় তুলেছেন৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন