News71.com
 Sports
 25 Aug 24, 08:37 PM
 79           
 0
 25 Aug 24, 08:37 PM

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়॥ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়॥ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন


স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সফররত বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের অভূতপূর্ব জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এর আগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্য অনুষ্ঠিত ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে পাকিস্তানকে এর আগে বাংলাদেশ হারিয়েছে ৮ ম্যাচ। বাকি ছিল শুধু টেস্ট। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে এবার সেই জয়ের স্বাদ পেল বাংলাদেশ দল। ঐতিহাসিক জয় পেতে বাংলাদেশের প্রয়োজন ৩০ রান। ৫ম দিনের শেষ সেশনে বাংলাদেশ ব্যাটিংয়ে এসে এক প্রকার হেসে খেলে ১০ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ঐতিহাসিক জয় লাভ করে। এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ থেমেছিল ৫৬৫ রানে। এতে প্রথম ইনিংস থেকে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও তোপ দেখিয়েছে টিম টাইগার্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন