News71.com
 Sports
 29 Aug 24, 09:47 AM
 64           
 0
 29 Aug 24, 09:47 AM

সাফজয়ী অনুর্ধ-২০ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাল বিসিবি॥

সাফজয়ী অনুর্ধ-২০ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাল বিসিবি॥


স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। এই অর্জনের জন্য তাদের অভিন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।বুধবার এক বিবৃতিতে নেপালে বাংলাদেশের এই জয়ের জন্য শুভেচ্ছা জানায় তারা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-২০ ফুটবল দল কঠোর পরিশ্রম, অধ্যাবসয়, প্রতিভা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। এই জয় আমাদের সবার জন্য গর্বের। পু্রো দেশের মতো আমরাও এই অর্জন উদযাপন করছি ও ভবিষ্যতে আরও অনেক সাফল্যের দিকে তাকিয়ে আছি। ’ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে এই টুর্নামেন্টের ফাইনাল খেললেও শিরোপার স্বাদ পায়নি। তবে আজ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা উৎসবে মেতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন