স্পোর্টস ডেস্ক: আগামীকাল শুক্রবার থেকেই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের মূল পর্বে ওঠার লড়াই। বাছাই পর্বে এশিয়ার চার সহযোগী দেশ আফগানিস্তান, আরব আমিরাত, হংকং ও ওমান অংশগ্রহণ করবে। ইতোমধ্যেই এই চার দল ঢাকায় অবস্থান করছে। তবে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে ২৪ ফেব্রুয়ারি।
প্রথমবারের মত টি-টুয়েন্টি সংস্করণে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে এবার অনুষ্ঠিত থাকছে বাছাইপর্ব। এশিয়ার চার শক্তিধর ক্রিকেট দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে বাছাই পর্ব খেলে যোগ দেবে আরও একটি দল। শুক্রবার থেকে শুরু হচ্ছে এশিয়াকাপের মূল পর্বে ওঠার লড়াই, বাছাই পর্ব।
লড়াইয়ে নামার আগে বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সহযোগী দেশগুলো। শুক্রবার বিকাল ৩টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুশীলনে আফগানিস্তান ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এ আসর। এরপর একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় হংকংয়ের মুখোমুখি হবে ওমান।
২২ ফেব্রুয়ারি শেষ হবে বাছাই পর্বের খেলা। বাছাই পর্বে শীর্ষে থাকা দলটি এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে মূল পর্বে অংশ নিবে।