News71.com
 Sports
 03 Oct 24, 11:02 AM
 108           
 0
 03 Oct 24, 11:02 AM

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ॥উদ্বোধনী ম‍্যাচে টাইগারদের বিপক্ষে থাইল্যান্ড

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ॥উদ্বোধনী ম‍্যাচে টাইগারদের বিপক্ষে থাইল্যান্ড

 

 

 

স্পোর্টস ডেস্কঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৪ আসর বাংলাদেশে হয়েছিল। দ্বিতীয় বারের মতো আরও একবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। আর এ নিয়ে ১০০ দিনও উদযাপন করেছিল বাংলাদেশ। নারী ক্রিকেট নিয়ে দেশের অবকাঠামো উন্নয়ন করার পরিকল্পনাও করেছিল বাংলাদেশ। বাংলার ক্রিকেটাররা নতুন স্বপ্ন দেখছিলেন, প্রসার ঘটবে নারী ক্রিকেটের। ঘরের মাঠে নারীদের খেলা দেখে অনুজরা এগিয়ে আসবে। ক্রিকেটে ক্যারিয়ার গড়বে। যেমনটি হয়েছিল প্রথম আয়োজনের পর। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যায়। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর সরিয়ে নেয় আইসিসি। বাংলাদেশের মঞ্চ চলে যায় মরুর দেশে, সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিসিবির সঙ্গে কথা বলেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবার নবম আসর। ২০০৯ সালে শুরু হয়, ক্রিকেট দুনিয়ায় নারীদের এগিয়ে আনতেই আইসিসি টি-টোয়েন্টি ধুমধাড়াক্কার খেলা শুরু করে। সবচেয়ে বেশি সময় চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া, আট আসরের মধ্যে ছয় বারই তারা ট্রফি নিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন