স্পোর্টস ডেস্কঃ সাফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-নেপাল। দশরথ স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মাতল বাংলাদেশ। পিনপতন নিরবতা নেপালের গ্যালারিতে। আরও একবার স্বপ্ন ভঙ্গ স্বাগতিক নেপালের। গত আসরের মত এবারও বাংলাদেশের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলো তাদের। বাংলার বাঘিনীরা মাতল হিমালয় জয়ের উল্লাসে। নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন সাবিনারা। দশরথ স্টেডিয়ামে ফাইনালটা হলো ফাইনালের মতোই। সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ রং ছড়াতে শুরু করে। প্রথমার্ধে ক্রসবারের বাধায় এগিয়ে যাওয়া হলো না দুই দলের। দ্বিতীয়ার্ধে লড়াই চললো সমানতালে। বাংলাদেশের হয়ে গোল করলেন মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। ম্যাচে সমতায় ফিরলেও শেষ পর্ন্তয জয়টা অধরাই রয়ে গেল নেপালের। ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেলেও তহুরার শট ক্রস বারে লেগে ফিরে আসে। ক্রসবারের বাধায় প্রথমার্ধে এগিয়ে যওয়া হয়নি বাংলাদেশের। একই ভাবে নেপালেরও বাধা হয়ে দাড়িয়েছে ক্রসবার।