News71.com
 Sports
 24 Jul 16, 02:38 PM
 659           
 0
 24 Jul 16, 02:38 PM

বাংলাদেশে শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট লিগ!

বাংলাদেশে শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট লিগ!

স্পোর্টস ডেস্ক: এবার বাংলাদেশেই অনুষ্টিত হচ্ছে মাস্টার্স ক্রিকেট লিগ (এমিসএল)। বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটারদেরকে নিয়ে এই লিগ আয়োজন করতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমসিএলে অংশ নিতে লিস্ট এ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে অন্তত দশ বছর খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

চলতি বছরের সেপ্টেম্বরেই আয়োজন করা হতে পারে এমসিএল ঘরানার টি-টুয়েন্টি লিগ। টুর্নামেন্টে সাবেক বাংলাদেশি অধিনায়কদের নাম অনুসারে আটটি দল থাকবে। সাবেক অধিনায়ক এবং বিসিবির বর্তমান ডিরেক্টর আকরাম খান আর খালেদ মাহমুদ সুজন এই পরিকল্পনা করছেন বলে জানা যায়।

আকরাম খান এমন টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন। বললেন, “চিন্তাটা হঠাৎ করেই এসেছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি, আমরা ভাবনাচিন্তার পর্যায়েই আছি। তবে এ বছরের সেপ্টেম্বরে টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

সাবেক এই অধিনায়ক ও বিসিবি কর্তা আরও জানান, “টুর্নামেন্টটি কোন ফরম্যাটে হবে তা এখনো ঠিক করা হয়নি। তবে আমাদের চিন্তা আছে অন্তত আট দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের। সবকিছু নির্ভর করছে আসলে স্পন্সরদের ওপর। আশা করি আমরা ভাল সাড়াই পাব।”

টুর্নামেন্টের ফরম্যাটের ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায় নি। তবে টি-টুয়েন্টি ফরম্যাটেই বাংলাদেশি এমসিএল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন