নিউজ ডেস্কঃ অনেকদিন পর নতুন রুপে ভক্তদের সামনে আসতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই তারকার মূল লক্ষ্য এখন ক্লাব ফুটবল। তবে এর আগে নিজের নতুন লুক দিয়েই চমকে দিলেন ভক্তদের। মেসির দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো এই তথ্য প্রদান করেছেন।
এক বছরেরও বেশি সময় ধরে বার্সেলোনা তারকা অনেকটা স্বাভাবিক চুলের স্টাইল ধরে রাখেন। এখন আর সে উপায় নেই। অবশ্য দাঁড়িটা ঠিকই রেখে দিয়েছেন। আর হাতে-পায়ে ট্যাটো তো আছেই। সব মিলিয়ে ভিন্ন রূপেই মাঠে নামছেন বিশ্ব ফুটবলের এ ক্ষুদে জাদুকর।