News71.com
 Sports
 31 Jan 25, 06:00 PM
 80           
 0
 31 Jan 25, 06:00 PM

নারী ফুটবলারদের গণ-অবসরের হুমকিতে বাফুফের বিশেষ কমিটি॥

নারী ফুটবলারদের গণ-অবসরের হুমকিতে বাফুফের বিশেষ কমিটি॥

স্পোর্টস ডেস্কঃ কোচ পিটার বাটলারকে সরিয়ে দেওয়ার দাবিতে আকস্মিকভাবে নারী ফুটবলাররা গণ-অবসরের হুমকি দিয়েছেন। এটার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে জরুরি এক সভায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। উদ্ভূত পরিস্থিতি সমাধানে তারা একটি বিশেষ কমিটি গঠন করেছে।বাফুফের এই বিশেষ কমিটি মূলত সাত সদস্যের। ইমরুল হাসানকে চেয়ারম্যান করে কমিটি করা হয়েছে। ফাহাদ করিম এই কমিটির ডেপুটি চেয়ারম্যান। কদিন ধরে চলা কোচ বাটলারের সঙ্গে নারী দলের ফুটবলারদের বিদ্রোহ আরও জটিল আকার ধারণ করেছে। শুধু অনুশীলন বা মিটিং বর্জনই নয়, এবার গণ-অবসরের হুমকি দিলেন সাফজয়ী নারী ফুটবলাররা। বাফুফে ভবনের সামনে গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমন ঘোষণাই দিয়েছেন সাবিনা খাতুন, মনিকা চাকমাসহ ১৮ ফুটবলার।

উল্লেখ‍্য বাটলার গতকাল সকালে জিম সেশন আয়োজন করলে তাতে বাফুফে ভবনে অবস্থিত ক্যাম্পে থাকা ২৯ খেলোয়াড়ের মধ্যে মাত্র ১২ জন অংশ নেন। সন্ধ্যার পর বাকি ১৭ ফুটবলার ভবনের নিচে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি লিখিত বক্তব্য দেন। ‘নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ইস্যুতে আমাদের অবস্থান, প্রশ্ন এবং যত অভিযোগ’ শিরোনামের এই বক্তব্যে একযোগে পদত্যাগের (মূলত অবসর) ঘোষণা দেন তাঁরা। যেখানে সই করেন সাবিনা, মনিকা, সানজিদা, ঋতুপর্ণা, মাসুরাসহ ১৮ ফুটবলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন