স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নিয়োগ দেওয়া হয়েছে একজন নারী ম্যানেজারকে। নিরাপত্তা রক্ষা ও অভিযানে পটু হিনা মুনাওয়ারকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকেই অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মুনাওয়ার। অবসরপ্রাপ্ত সিনিয়র আমলা নাভিদ আকরাম চিমা দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করলেও মুনাওয়ারকে নিয়োগ দেওয়া নিয়ে তাই বেশ কৌতূহল আছে ক্রিকেট ভক্ত, বিশেষজ্ঞ এবং গণমাধ্যমে। পাকিস্তানের সিভিল সুপিরিয়র সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মুনাওয়ার আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। বেশ কড়া ধাচের অফিসার হিসেবে পরিচিত তিনি। দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের উচ্চ ঝুঁকিপূর্ণ সোয়াত এলাকায় ফ্রন্টিয়ার কনস্টাবুলারিতেও।