স্পোর্টস ডেস্কঃ বাফুফের দুশ্চিন্তা ছিল হামজা চৌধুরী শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচ খেলেই চলে যাবেন কি না। যদি এক ঘরচ খেলে আর না আসেন তাহলে বাফুফে একভাবে পরিকল্পনা করবে, আর যদি এশিয়ান কাপের সব ম্যাচই খেলতে চান তাহলে বাফুফে আরেক ভাবে পরিকল্পনা করবে। হামজা চৌধুরী বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের দুশ্চিন্তাটা মুক্তই করে দিয়েছেন বলা যায়। হামজা ইত্তেফাককে জানিয়ে দিয়েছেন তিনি এশিয়ান কাপের সব কয়টি ম্যাচ খেলবেন। এশিয়ান কাপে ভারত ছাড়াও সিংগাপুর ও হংকংয়েরে বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হলে বাংলাদেশের ৮ নম্বর জার্সি গায়ে হামজাকে ৬ ম্যাচেই দেখা যাবে। এটা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের ফুটবল দর্শকের জন্য ভালো খবরই দিয়েছেন হামজা
হামজা দেওয়ান চৌধুরী গেল পরশু সকালে বাংলাদেশে এসেছেন। স্নানঘাটের গ্রামে তার বাবা দেওয়ান মোরশেদ চৌধুরীরর বাড়ি। ওখানেই এক রাত অবস্থান করেছেন। গতকাল রাতে ফ্লাইটে ঢাকায় নেমেছেন। তার আগে স্নানঘাটের গ্রামের বাড়িতে হামজা নিজ হাতে গ্রামের মানুষদেরকে ঈদ উপহার হিসেবে টাকা দিয়েছেন। গ্রামের মানুষের একটা তালিকা আগেই তৈরি করে রেখেছিলেন তার বাবা। সেই তালিকা ধরে ধরে একটা হলুদ খামে টাকা রেডি করা ছিল। হামজার বাবা খামটা তার ছেলে হামজার হাতে দিলে তিনি কলাপসিবল গেটেরে ভেতরে দাঁড়িয়ে গেটের ফাঁক দিয়ে মানুষের হাতে তুলে দিয়েছেন। এর মধ্যে ফাঁকে ফাঁকে ইত্তেফাকের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্ন করা হয়েছিল ভারত ছাড়া এশিয়ান কাপে বাংলাদেশ বাকি চারটা ম্যাচ তিনি খেলবেন কি না। হামজা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন 'আমি সব ম্যাচ খেলমু। চাইরটা খেলা অইব। আমি খেলমু। বাংলাদেশের জন্য খেলমু।' কথা বলেই আবার তার বাবার দিকে চলে যান হামজা।