News71.com
 Sports
 25 Jul 16, 08:14 PM
 627           
 0
 25 Jul 16, 08:14 PM

ইনজুরি সত্বেও মোস্তাফিজকে এখনই দেশে ফিরিয়ে আনা হচ্ছে না

ইনজুরি সত্বেও মোস্তাফিজকে এখনই দেশে ফিরিয়ে আনা হচ্ছে না

স্পোর্টস ডেস্ক: কাউন্টি খেলতে ইংল্যান্ডে গিয়ে আবারও ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু তা সত্ত্বেও এখনই তাকে দেশে আনার কথা ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের তুলনায় সেখানে ভালো চিকিৎসার ব্যবস্থা থাকায় সুযোগটা নিতে চাচ্ছেন বলে জানান বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

আজ সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘মোস্তাফিজকে দেশে আনার ব্যপারে কোন কথাই হয়নি। কিন্তু আজকে একটা স্পেশালিস্টকে দেখাবে মোস্তাফিজ। যেহেতু ইংল্যান্ডে আমাদের চেয়ে আরও ভালো চিকিৎসার ব্যবস্থা আছে, তাই আমরা এই সুযোগটা হাতছাড়া করবো না। তবে মোস্তাফিজ বড় কোন ইনজুরিতে পড়েননি- এমনটাই বিশ্বাস করেন সুজন। তাই তাকে দেশে ফিরিয়ে আনার কোন ভাবনাই নেই। ওয়ানডে ম্যাচে না খেলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘এমনও হতে পারে, ফিরে এসে দুই দিন পর খেলতে পারছে। এটা জানা যায়নি ইনজুরিটা কতটুকু, তবে ও হালকা একটা ব্যাথা অনুভব করছে সেটাই আমি জানি। এ জন্যই আসলে শেষ ম্যাচে খেলেনি। আমাদের ওভাবে প্রেসক্রিপশন করা আছে, যদি হালকা ব্যাথা থাকে তাহলে ওই ব্যাথা নিয়ে খেলবে না।’

উল্লেখ্য, গত ২০ জুলাই কাউন্টিতে সাসেক্সের হয়ে ৩ টি টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে ম্যাচ খেলতে ইংল্যান্ডে পৌঁছান মোস্তাফিজ। প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ওয়ানডে ম্যাচের আগে নেটে বল করতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরনো ইনজুরিই নতুন করে বেড়েছে তার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন