স্পোর্টস ডেস্ক: গেল মাসে অনুষ্ঠিত হওয়া ফিফা কাউন্সিল সভায় আলোচনা হয়েছে ২০৩০ বিশ্বকাপ নিয়ে। সেখানে স্পেন, মরক্কো ও উরুগুয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি ৬৪টি দল নিয়ে আয়োজন করার প্রস্তাব দিয়েছিলেন উরুগুয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি ইগনাসিও আলোনসো। ফুটবলকে আরও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মূলত এমন প্রস্তাব করেছিলেন তিনি। তবে ইউরোপ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন আলোনসোর এমন প্রস্তাবকে বাজে বলে আখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার বেলগ্রেডে উয়েফা সাধারণ কংগ্রেসের পুরুষ এবং নারী বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়। সেখানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেছেন ২০৩৫ নারী বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য এবং ২০৩১ নারী বিশ্বকাপ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। সেই কংগ্রেসে উপস্থিত ছিলেন উয়েফা প্রেসিডেন্ট ও ফিফার সহ-সভাপতি আলেকজান্ডার সেফেরিন। কংগ্রেস শেষে সংবাদ সম্মেলনে উরুগুয়ে ফুটবল ফেডারেশনের সভাপতির ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এটি আশ্চর্যজনক। আমি মনে করি এটি একটি বাজে প্রস্তাব এবং আমি মনে করি এটি বিশ্বকাপের জন্য একটি ভালো দিক নয়। এছাড়াও আমাদের বাছাইপর্বের জন্যও ভালো দিক নয়।'