News71.com
 Sports
 25 Jul 16, 09:14 PM
 742           
 0
 25 Jul 16, 09:14 PM

শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম শিরোপা জিতলেন কোন্তা ।।

শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম শিরোপা জিতলেন কোন্তা ।।

 

স্পোর্টস ডেস্কঃ শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে হারিয়ে স্টানফোর্ড টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতে নিলেন তৃতীয় বাছাই ব্রিটেনের জোহান্ন কোন্তা। এ জয় দিয়েই টেনিস ক্যারিয়ারে এই প্রথম কোন শিরোপা জিতলেন কোন্তা । ফাইনালে ভেনাসের বিপক্ষে মূলত পরীক্ষা দিতেই খেলতে নামেন কোন্তা।

কিন্তু ফাইনাল খেলতে নেমেই অন্য রুপে আর্বিভূত হন তিনি। প্রথম সেটেই ৭-৫ গেমে ভেনাসকে হারিয়ে দেন কোন্তা। তবে পরের সেট ৫-৭ গেমে জিতে ম্যাচে ফিরেন ভেনাস। আর তৃতীয় ও শেষ সেট ৬-২ গেমে জিতে শিরোপা নিজের করে নেন কোন্তা।

শিরোপা জয়ের পর র্যাংকিং-এ ১৮তম স্থানে থাকা কোন্তা জানান, ‘শিরোপা জয়ের লক্ষ্যেই খেলতে নামি। সেই লক্ষ্য পূরণ হয়েছে। তাই ভালো লাগার অনুভূতিটা অসাধারন। ম্যাচ হেরে হতাশ ভেনাস, ‘অলিম্পিকের আগে এভাবে হার গ্রহণযোগ্য নয়। আমাকে আরও উন্নতি করতে হবে। অলিম্পিকের এসব ভুল করলে, লক্ষ্য পূরণ হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন