News71.com
 Sports
 12 Jun 25, 10:09 AM
 45           
 0
 12 Jun 25, 10:09 AM

বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে কাতারের বিরুদ্ধে উজবেকিস্তানের শ্বাসরুদ্ধকর জয়॥

বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে কাতারের বিরুদ্ধে উজবেকিস্তানের শ্বাসরুদ্ধকর জয়॥

স্পোর্টস ডেস্ক: কাতারের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন তিনজন ফরোয়ার্ড। খুসনিদিন নোরচায়েভের জায়গায় একাদশে নামা তুর্গুনবোয়েভ প্রথম গোল করেন ২৮ মিনিটে। ম্যাচের শেষদিকে অধিনায়ক এলদোর শোমুরোদোভ এবং ইগর সেরগেয়েভ করেন আরও দুটি গোল। এই জয় উজবেকিস্তানকে বিশ্বকাপের বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ডের ‘গ্রুপ-ই’ থেকে শীর্ষে উঠিয়ে দেয় এবং ২০২৬ সালের বিশ্বকাপের মূল পর্বের দিকে একধাপ এগিয়ে দেয়। খেলোয়াড়দের গাড়ি উপহার দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট আরও একটি ডিক্রি জারি করেছেন, যেখানে বলা হয়েছে জাতীয় দলের সদস্যদের রাষ্ট্রীয় পদক, সনদ ও সম্মানসূচক উপাধিতে ভূষিত করা হবে। কোচ তিমুর কাপাদজে বলেছেন, “এই অর্জন শুধুমাত্র আমাদের নয়, পুরো জাতির। এই জয় আমরা আমাদের দেশের জনগণ ও প্রেসিডেন্টকে উৎসর্গ করছি। ” উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এবারই প্রথম ৪৮টি দেশ খেলবে বিশ্বকাপে, ফলে উজবেকিস্তানের মতো দলগুলোর সামনে সুযোগ এসেছে ইতিহাস গড়ার। আর উজবেকিস্তান তাদের সেই সুযোগ কাজে লাগিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা করল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন