স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টে বড় হারের পর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল। লর্ডস টেস্টে তারা স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছিল। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টে ৩৩০ রানে জিতে ইংলিশরা সিরিজে সমতা ফিরিয়েছে। আর প্রায় আত্ম সমর্পন করা হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়েছে মিসবাহ-উল হকের দল।
সাবেক স্পিডস্টার শোয়েব আখতার পাকিস্তানের ব্যাটিং নিয়ে আপত্তি তুলেছেন। বলেছেন, "পাকিস্তানের দিক দিয়ে পুরো ম্যাচে কোনো পরিকল্পনা ছিল না। ইংলিশ বোলারদের সামনে আমাদের ব্যাটসম্যানরা বাজে ভাবে উন্মোচিত হয়ে গেছে।" ৮ উইকেটে ৫৮৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এরপর পাকিস্তান অল আউট হয় ১৯৮ রানে। তাদের ফলো অন না করিয়ে ব্যাট করে ১ উইকেটে ১৭৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ইংলিশরা। এরপর দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে তারা শেষ করে দেয় ২৩৪ রানে।
শোয়েব বোলারদের পারফরম্যান্সেও হতাশ, "ওল্ড ট্রাফোর্ডের পিচে কিভাবে বল করতে হবে সেই পরিকল্পনা চোখে পড়েনি।" পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার চোখে এই হার পাকিস্তানের ধারাবাহিক দুর্দশার প্রমাণ। তার কথায়, "কঠিন পরিস্থিতিতে আমাদের খেলোয়াড়রা দ্রুত মানিয়ে নিতে জানে না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যার ধারাবাহিকতাই দেখা গেলো।" তার মনে হচ্ছে প্রথম টেস্টের জয়ের আত্মতুষ্টিতে ভোগায় সর্বনাশ হয়েছে দলের।
আরো তিন অধিনায়ক মোহাম্মদ ইউসুফ, রশিদ লতিফ ও ওয়াকার ইউনিস পাকিস্তান দলের ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করেছেন। সিনিয়র ব্যাটসম্যানদের এতহাত নিয়েছেন ইউসুফ। লতিফ অবশ্য আশাবাদী ৪ ম্যাচের সিরিজে পাকিস্তান জিতবে। মাত্র কিছুদিন আগে প্রধান কোচের পদ ছাড়া ওয়াকার বলেছেন, "এভাবে হারা ঠিক না। এই মেরুদণ্ডহীন ব্যাটিং ইংল্যান্ডকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে।"