স্পোর্টস ডেস্কঃ দেশে ছুটি কাটিয়েছেন। পরে ইবিজা দ্বিপে গিয়েছিলেন পরিবারের সাথে। আবার দেশে ফিরেছিলেন। নানা কাজের ব্যস্ততা শেষে ক্রিস্তিয়ানো রোনালদো এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। লাস ভেগাসে দারুণ সময় কাটছে তার নিজের সময়। সেখানে সম্প্রতি পপস্টার জেনিফার লোপেজের জন্মদিনের অনুষ্ঠানে খুব হৈ হুল্লোর করলেন অন্য সেলিব্রেটিদের সাথে।
লোপেজ যখন মঞ্চে তখন তালে তালে নেচেছেন রোনালদো। ৩১ বছরের সুপারস্টারের হাতে ছিল মদিরার গ্লাস। ভিআইপি গেস্টদের সংরক্ষিত এলাকায় খুব ফুর্তী করলেন। এরপর কিম কার্দাশিয়ানদের মতো জনপ্রিয় সেলিব্রেটিদের সাথে বসে উপভোগ করেছেন কনসার্ট। আর জে-লোর সাথে বিশেষ একটি ছবি তো থাকতেই হবে। পার্টিটা যে জে-লোরই।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন গত মৌসুমে। ৩বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদোর পরের মিশন ছিল ইউরো ২০১৬। পর্তুগাল প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। ফাইনালের ২৫ মিনিটে ইনজুরির জন্য জল চোখে মাঠ ছাড়তে হয়েছিল রোনালদোকে। যুক্তরাষ্ট্রে তার হাঁটুর ইনজুরির শুশ্রুষাও চলছে।