News71.com
 Sports
 26 Jul 16, 07:54 PM
 670           
 0
 26 Jul 16, 07:54 PM

ইয়াসিরকে সরিয়ে আবার শীর্ষে অশ্বিন ...

ইয়াসিরকে সরিয়ে আবার শীর্ষে অশ্বিন ...

স্পোর্টস ডেস্কঃ  এক সপ্তাহের মধ্যে সিংহাসন হারালেন ইয়াসির শাহ। হারানো মুকুট পুনরুদ্ধার করলেন রবিচন্দ্রন অশ্বিন। আইসিসির টেস্ট র্যােঙ্কিংয়ে ১ নম্বর বোলার আবার অশ্বিন। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্স তাকে ফিরিয়ে দিয়েছে বোলারদের শীর্ষস্থান। ব্যাটিং র্যা ঙ্কিংয়েও তিন ধাপ উন্নতি হয়েছে তার। অল রাউন্ড র্যা ঙ্কিংয়ের শীর্ষ স্থানে বাংলাদেশের সাকিব আল হাসানের সাথে ব্যবধান বাড়িয়েছেন।

 

ভারত প্রথম টেস্ট ইনিংস ও ৯২ রানে জিতেছে। প্রথম ইনিংসে উইকেট না পাওয়া অফ স্পিনার অশ্বিন দ্বিতীয় ইনিংসে হয়ে ওঠেন বিধ্বংসী। ৭ উইকেট শিকার করেন। গত সপ্তাহে লর্ডস টেস্টে ১০ উইকেট নিয়ে অশ্বিনকে হটিয়ে ১ নম্বরে চলে এসেছিলেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির। কিন্তু দ্বিতীয় টেস্টে মাত্র ১ উইকেট পেয়েছেন তিনি। তাতে ছিটকে পঞ্চম স্থানে নেমে গেছেন তিনি। অশ্বিনের পর আছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ডেল স্টেইন। অশ্বিন অ্যান্টিগা টেস্টে ৫ পয়েন্ট পেয়েছেন। অ্যান্ডারসন ৭ পয়েন্ট পেয়েছেন ওল্ড ট্র্যাফোর্ড থেকে। তাতে র্যা ঙ্কিংয়ে দুই বোলারের মধ্যে এখন ১ পয়েন্টের ব্যবধান। 

 

বিরাট কোহলি ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে দুই ধাপ উন্নতি করে ১২তে এসেছেন। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ১ নম্বরে। ইংলিশ ব্যাটসম্যান জো রুট তার ২৫৪ ও অপরাজিত ৭১ রানের ইনিংসে দুই ধাপ উন্নতি করেছেন। তিনি এখন দুই নম্বরে। চার ধাপ উন্নতি করে ১০৫ ও অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলা ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ৯ নম্বরে। অ্যান্টিগায় সেঞ্চুরি করে ৪৫ নম্বরে এখন অশ্বিন।

বাংলাদেশ টেস্ট খেলছে না অনেক দিন। তাদের অবস্থার উন্নতি নেই তাই। ব্যাটিংয়ে মুমিনুল হক ২১, তামিম ইকবাল ২৩, সাকিব আল হাসান ২৪, মুশফিকুর রহিম ৩৮, মাহমুদ উল্লাহ ৪৪ ও ইমরুল কায়েস ৪৯ নম্বর স্থানে। বোলিংয়ে সাকিব আছেন ১৬ নম্বরে। অল রাউন্ডার র্যা ঙ্কিংয়ে সাকিব ২ নম্বরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন