News71.com
 Sports
 27 Jul 16, 12:37 PM
 690           
 0
 27 Jul 16, 12:37 PM

রিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন টেনিস তারকা ফেদেরার।।

রিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন টেনিস তারকা ফেদেরার।।

স্পোর্টস ডেস্কঃ হাঁটুর চোটের কারণে আসন্ন রিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। শুধু রিও অলিম্পিক নয়, চলতি মৌসুমের বাকি সময়টাতে আর কোর্টে দেখা যাবে না সাবেক এই নাম্বর ওয়ানকে। ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার বলেন, ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার জন্য আমার আরও পুনর্বাসনের প্রয়োজন।

 

৩৪ বছর বসয়ী ফেদেররার চলতি বছরের ফেব্রুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন। পরে পিঠের চোটে ফ্রেঞ্চ ওপেনটা খেলতে পারেননি। উইম্বলডনে খেলতেও বেশ ধকল পোহাতে হয়েছে।আর এবার রিও অলিম্পিক থেকে ছিটকেই গেলেন।

 

এদিকে, রিও অলিম্পিকে সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারবেন না ভেবে হতাশ ফেদেরার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘খুব হতাশার সঙ্গে জানাচ্ছি, রিওতে সুইজারল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করতে পারব না। এমনকি গোটা মৌসুমেই আর খেলতে পারব না আমি। হাঁটুর চোট সারাতে আমার আরও বেশি পুনর্বাসনের প্রয়োজন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন