News71.com
 Sports
 27 Jul 16, 12:41 PM
 642           
 0
 27 Jul 16, 12:41 PM

বিতর্কের জেরে অস্ট্রেলিয়ার সাথে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুরালির কাজ শেষ

বিতর্কের জেরে অস্ট্রেলিয়ার সাথে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুরালির কাজ শেষ
স্পোর্টস ডেস্কঃ মুত্তিয়া মুরালিধরনকে নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে বিতর্কটা চরমে। পাল্লেকেলেতে গতকাল শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। তার আগে অস্ট্রেলিয়া দলের বোলিং উপদেষ্টার কাজ করেছেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মুরালি। এবং তার বিরুদ্ধে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছেই অভিযোগ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অবশ্য অস্ট্রেলিয়ান বোর্ড বলছে সমস্যা দ্রুত সমাধান করতে আত্মবিশ্বাসী তারা । দশ দিনের জন্য অস্ট্রেলিয়ার কোচ হয়েছিলেন মুরালি। টেস্টে সর্বোচ্চ ৮০০ উইকেট নেওয়া বোলার দেশ শ্রীলঙ্কার প্রতিপক্ষ হতে চাননি। তাই গোটা সফরে তাকে অস্ট্রেলিয়া কোচ করতে চাইলেও রাজি হননি। পাল্লেকেলে টেস্ট শুরুর আগের বিকেলে শেষ হয়েছে তার কাজ। কিন্তু এর মধ্যে শ্রীলঙ্কা বোর্ডের অভিযোগ এসেছে দুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা একাদশের তিনদিনের প্রস্তুতি ম্যাচে ক্যান্ডির উইকেট নিজের মতো করার অভিযোগ তার বিরুদ্ধে। ক্যান্ডি মুরালির হোমটাউন। এছাড়া শ্রীলঙ্কার টিম ম্যানেজারের সাথে ঝামেলা করার অভিযোগও আছে। শ্রীলঙ্কার ইতিহাসের সেরা বোলার মুরালি সব অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তিনি দেশদ্রোহী নন। এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, "শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা ইমেইল পেয়েছি। দুই পক্ষের ম্যানেজমেন্টের মধ্যে আলোচনার পর বিষয়টি সমাধানের আশা করছি আমরা।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন