স্পোর্টস ডেস্কঃ লর্ডস টেস্টে পাকদের ছিল দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে শোচনীয়। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও অসাধারণ কিছু করতে পারলে হতো। তা হয়নি। সে কারণেই বুঝি পাকিস্তান দলের অনুরোধ উড়িয়ে দিলো তাদের বোর্ড। না। স্ত্রী-সন্তানদের ইংল্যান্ড সফরে আর সাথে রাখতে পারবেন না খেলোয়াড়রা। মিসবাহ-উল হকদের এবার পরিবারকে ইংল্যান্ড থেকে বিদায় বলতেই হচ্ছে।
সফরের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শর্ত দিয়ে দেয়। ক্রিকেটারদের স্ত্রী-সন্তানরা তাদের সাথে ইংল্যান্ডে যেতে পারবেন, থাকতে পারবেন। কিন্তু ম্যানচেস্টারের দ্বিতীয় টেস্টের পর ফিরে যেতে হবে দেশে। মিসবাহ ও তার দল পিসিবিকে অনুরোধ করেছিল পরিবারকে আরো কিছুদিন সাথে রাখতে দেওয়ার। কিন্তু অনুরোধ রাখেনি কর্তৃপক্ষ।
"তারা ইন্তিখাবকে (ইন্তিখাব আলম, পাকিস্তান দলের ম্যানেজার) বলেছিল তৃতীয় টেস্ট শেষ না হওয়া পর্যন্ত পরিবারকে সাথে রাখার অনুমতি এনে দিতে। যদিও শর্ত ছিল দ্বিতীয় টেস্টের পর পরিবার ফিরে যাবে দেশে।" পিসিবির একটি সূত্র জানাচ্ছে, "কিন্তু পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান আলোচনার পর খেলোয়াড়দের দাবি বাতিল করে দিয়েছেন।" শাহরিয়ার এখন ইংল্যান্ডে।
পিসিবি মনে করে খেলোয়াড়দের সফরে ফোকাস করতে হবে। কিন্তু খেলোয়াড়রা মনে করে যেহেতু পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয় না তাই বিদেশের মাটিতে পরিবারকে বেশি সময় সাথে রাখার অনুমতি দেওয়া উচিৎ। অধিনায়ক মিসবাহ, ইউনিস খান, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আজহার আলি, ইয়াসির শাহ ও আসাদ শফিক সফরে তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে এসেছিলেন। ইংল্যান্ড সফরটা লম্বা। আরো দুই টেস্ট বাকি। তারপর ৫ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি। ৭ সেপ্টেম্বর সফর শেষ করে দেশে ফিরে কয়েকদিনের মধ্যে পাকিস্তান দলকে আবার যেতে হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে।