News71.com
 Sports
 27 Jul 16, 01:25 PM
 645           
 0
 27 Jul 16, 01:25 PM

টেস্ট খেলার স্বপ্ন সাব্বিরের....

টেস্ট খেলার স্বপ্ন সাব্বিরের....

স্পোর্টস ডেস্কঃ  একজন ক্রিকেটারের সত্যিকারের সামর্থ্য বুঝতে নাকি তাঁকে টেস্ট ক্রিকেটে পরখ করতে হয়। কিন্তু ক্রমেই জনপ্রিয় হতে থাকা মারকাটারি টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে বিশুদ্ধবাদীদের মুখে এমনটা শোনা গেলেও খোদ ক্রিকেটাররা সেভাবে খুব একটা বলেন না। বরং কম সময়ে বিস্তর উপার্জনের নেশা ক্রিকেটারদের এখন আর সেভাবে টেস্টে বিশেষ আগ্রহী করে তোলে না বলেও অভিযোগ আছে। তবু যে কোনো ব্যতিক্রম নেই, তা নয়।

আপাতত সে রকম এক উদাহরণ হিসেবে বাংলাদেশের সাব্বির রহমানকে তুলে ধরাই যায়। রঙিন পোশাকের ক্রিকেটে দারুণ উজ্জ্বল এ তরুণ যে আলো ছড়াতে চান সাদা পোশাকেও। ওয়ানডে (২৩) ও টি-টোয়েন্টি (২৬) মিলিয়ে ইতিমধ্যে বাংলাদেশের হয়ে ৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলা এ আগ্রাসী ব্যাটসম্যানের অবশ্য এখনো টেস্টই খেলা হয়নি। কখনো টেস্ট দলে ডাক না পেলেও এবার পেতে চান। পেতে হলে করণীয় কী, ঠিক করে ফেলেছেন তা-ও। আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) পারফর্ম করেই প্রথমবারের মতো খুলতে চান টেস্টের দুয়ার।

অর্থাৎ অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলেই নিজের নামটি লেখাতে চান রাজশাহীর এ ক্রিকেটার। সীমিত ওভারের ক্রিকেটে এরই মধ্যে নিজের অপরিহার্যতার জানান দিয়ে দলে জায়গা পাকা করেছেন। সুযোগ পেলে চান টেস্ট দলেও নিজের জায়গাটি করে নিতে। কিন্তু তা তো এমনিতেই হবে না। যথাস্থানে পারফর্ম করতে হবে। আপাতত তাঁর নিজের কাছে পারফর্ম করার আদর্শ মঞ্চ বলেই মনে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফার্স্ট ক্লাস আসরটিকে। যেটি ২০ আগস্ট থেকে শুরু করার পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

ওই আসরে ভালো খেলেই নিজের টেস্ট খেলার স্বপ্ন পূরণের স্বপ্ন দেখছেন সাব্বির, ‘বিসিএল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। সামনেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে, এর পরেও আছে আরো কিছু সিরিজ। বিসিএল এ কারণেই আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ আসরে ভালো কিছু করতে পারলে হয়তো টেস্ট দলে আমার ডাক আসতে পারে। সব সময়ই তো রান করার চেষ্টা করি। কখনো হয়, কখনো হয় না। ভালো কিছু করার চেষ্টাই করব।’

টেস্ট খেলার জন্য এবার মন-প্রাণ ঢেলে চেষ্টার কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘একজন খেলোয়াড়ের মূল ব্যাপার হলো টেস্ট খেলা। টেস্টেই একজন ক্রিকেটারের ভালো-মন্দ বোঝা যায়। আমিও সেভাবেই চিন্তা করছি। এখন পর্যন্ত ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে যথাসম্ভব ভালো কিছু করেছি। সামনে সুযোগ এলে টেস্টেও সে রকম কিছু করারই স্বপ্ন দেখি।’ টেস্টে সুযোগ পেলে অবশ্য সীমিত ওভারের ম্যাচের মতো এত আগে অর্থাৎ টপ অর্ডারে ব্যাটিং করার ইচ্ছে নেই। যদিও বলে রাখছেন যে দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাটিং করতে রাজি। তবে যখন আসছে নিজের পছন্দের পজিশনের কথা, তখন বলছেন, ‘নিজের পছন্দের জায়গার কথা বললে বলব, আমার জন্য হয়তো ৫ বা ৬ নম্বর জায়গাই বেশি ঠিক হবে।’

সীমিত ওভারের ক্রিকেটে তিনি আক্রমণাত্মক ব্যাটসম্যান বলেই বিবেচিত। টেস্ট খেলার সুযোগ পেলে কি ব্যাটিংয়ের ধরন বদলাবেন নাকি নিজের সেই পুরনো চেহারাই ধরে রাখবেন? উঠেছিল বিরাট কোহলি, ব্রেন্ডন ম্যাককালাম ও এবি ডি ভিলিয়ার্সদের প্রসঙ্গও। যাঁরা সীমিত ওভারের ক্রিকেটে মারদাঙ্গা ব্যাটসম্যান হলেও সফল হয়েছেন বড় দৈর্ঘ্যের ম্যাচেও। সাব্বির অবশ্য টেস্ট বলেই ধীরগতির ব্যাটিংয়ে বিশ্বাস করেন না। বরং তাঁর কথা, ‘তাঁরা (কোহলি-ম্যাককালাম-ভিলিয়ার্স) আমার জন্য অনুপ্রেরণা কিনা? অবশ্যই। টেস্ট হলেই যে আমি ধরে খেলব আবার টি-টোয়েন্টিতে মেরে খেলব, ব্যাপারটি এ রকম নয়। রান করাটাই মূল ব্যাপার।’ রান করতে হলে পরিস্থিতি কখনো ধীরগতির ব্যাটিং দাবি করবে, আবার কখনো দ্রুতগতির। সাব্বির সেই দাবি মানা ব্যাটিংই করতে চান টেস্টে সুযোগ পেলে। সেই সুযোগ নিয়ে আসতে পারে ইংল্যান্ড সিরিজের আগে বিসিএলের পারফরম্যান্স। তাই নিজের সত্যিকারের সামর্থ্য বোঝাতে ওই আসরকেই করেছেন পাখির চোখ!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন