স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে ছিল ড্রয়ের উৎসব। কিন্তু বড় দলগুলোর মধ্যে কেবল শেখ রাসেল ক্রীড়া চক্রের ফলটাই হয়েছে ভিন্ন। রেলিগেশন থেকে ফেরা উত্তর বারিধারা প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে শেখ রাসেলকে। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হার থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে মাঠে নামছে শেখ রাসেল। প্রতিপক্ষ এবার রহমতগঞ্জ। বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু ম্যাচ।
শেখ রাসেল বড় দল। বড় খেলোয়াড়দের দল। বড় বাজেটের দল। বড় প্রত্যাশার দল। নামটাও বড়। এতগুলো 'বড়' যাদের সাথে তাদের জন্য চ্যালেঞ্জটাও বড়। লিগের শিরোপা প্রত্যাশী দলের একটি তারা। কোচ মারুফুল হক খেলোয়াড়দের এসব ব্যাপার বুঝে নিয়ে মাঠের লড়াইয়ে নামাতে বলেছেন, "তারা যেমন বড় খেলোয়াড় হিসেবে দলে নাম লিখিয়েছে, বেশি অর্থ পায়—এখন মাঠে খেলেই সেই মান তাদের প্রমাণ করতে হবে।"
হার দিয়ে লিগ শুরু করতে হয়েছে শেখ রাসেলের খেলোয়াড়দের হতাশা আছে। কিন্তু সেটা কাটিয়ে উঠেই রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামতে চায়। বড় দলের সাথে সমানে লড়ে রহমতগঞ্জ। পুরনো ঢাকার দলটির ব্যাপারে তারা সতর্কও। অধিনায়ক আতিকুর রহমান বললেন, "হেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম আমরা। তবে এখন সেটি কাটিয়ে উঠেছি। কারণ জানি মাঠে আমাদেরই পারফর্ম করতে হবে। তবে রহমতগঞ্জ সমীহ পাওয়ার মতোই দল, সেটিও আমরা মাথায় রাখছি।"
যে দলটি এর মধ্যে আঘাত পেয়েছে তাদের ক্ষতে প্রতিপক্ষ কেন উপষমের মলম দেবে? রহমতগঞ্জের কথা হলো, আর জায়ান্ট কিলারের তকমা চায় না তারা। প্রথম ম্যাচে মোহামেডানের সাথে ড্র করা দলটি নিজেদের ধারাবাহিক হিসেবে প্রমাণ করতে চায়। শেখ রাসেলের ছয় জন খেলোয়াড় ইনজুরিতে। কোচ মনে করেন মাঝমাঠ বাদে ঘাটতি আছে সব পজিশনেই। মারুফুলের দাবি, সামর্থ্য ছাড়ানো পারফরম্যান্স দেখিয়েই জয়ে ফিরুক দল। শেখ রাসেল পারবো তো?