স্পোর্টস ডেস্কঃ সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ পাকিস্তানে সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর তথ্য অনুয়ায়ী ২০১৫-১৬ তে হাফিজ বোর্ড থেকে ঘরে তুলেছেন ৩ কোটি ৯০ লাখ রুপি। পিসিবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ক্রিকেটারদের দেওয়া টাকার হিসেব জমা দিয়েছে। ২০১৫-১৬তে ৪৬ জন ক্রিকেটারকে পিসিবি ৫৫ কোটি রুপি দিয়েছে। এটা খেলোয়াড়দের ফি ও বোনাস বাবদ।
স্বভাবত , যারা তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তাদের আয় স্বাভাবিকভাবে বেশি। গেলো বছরে সেই হিসেবে হাফিজ সবার আগে। উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ আছেন দ্বিতীয় স্থানে। পিসিবি থেকে তার আয় ৩ কোটি ৩০ লাখ রুপি। শহীদ আফ্রিদি শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। তিনি আয় করেছেন ১ কোটি ৮০ লাখ রুপি। গত দুই বছরে পিসিবি খেলোয়াড়দের বেতন-বোনাস অনেক বাড়িয়েছে। তবে খেলোয়াড়দের অনেকে রাজস্ব ঠিক মতো না দেওয়ার অভিযোগে অভিযুক্ত।
২০১৫-১৬ তে পাকিস্তানের সর্বোচ্চ আয় করা খেলোয়াড়রা:
মোহাম্মদ হাফিজ : ৩ কোটি ৯০ লাখ রুপি
সরফরাজ আহমেদ : ৩ কোটি ৩০ লাখ রুপি
আজহার আলী : ৩ কোটি রুপি
ইউনিস খান : ২ কোটি ৪০ লাখ রুপি
আহমেদ শেহজাদ : ২ কোটি ৮০ লাখ রুপি
ওয়াহাব রিয়াজ : ২ কোটি ৯০ লাখ রুপি
শোয়েব মালিক : ২ কোটি ৬০ লাখ রুপি
রাহাত আলি : ১ কোটি ৭০ লাখ রুপি
মোহাম্মদ ইরফান : ১ কোটি ৫০ লাখ রুপি
উমর আকমল : ১ কোটি ৮০ লাখ রুপি
জুনায়েদ খান : ১ কোটি ৩০ লাখ রুপি
জুলফিকার বাবর : ১ কোটি ১০ লাখ রুপি
আনোয়ার আলি : ১ কোটি ২০ লাখ রুপি
মোহাম্মদ রিজওয়ান : ১ কোটি ৪০ লাখ রুপি