স্পোর্টস ডেস্কঃ ইউরো জয়ে করে বেশ ফুরফুরে মেজাজেই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন ক্লাব মৌসুম শুরুর আগে কাটাচ্ছেন অবসর। ইনজুরির কারণে মৌসুমের শুরুতে রিয়ালের সঙ্গে যোগ দিতে পারছেন না তিনি। থাকছেন না উয়েফা সুপার কাপের ফাইনালেও।
এর মাঝেই গেলেন যুক্তরাস্ট্রের সেলিব্রিটি শহর লাস ভেগাসে। সেখানে জনপ্রিয় পপ গায়িকা জেনিফার লোপেজের জন্মদিনের পার্টিতে গিয়ে হাজির হলেন। যেখানে উপস্থিত ছিলেন হলিউডের এক ঝাঁক তারকা। ছিলেন রোনালদোর সাবেক বান্ধবী কিম কার্দেশিয়ানও।
জেনিফার লোপেজের জন্মদিনের পার্টিতে ক্রিশ্চিয়ানো রোনালদো হয়ে উঠলেন আকর্ষণের সেরা কেন্দ্রবিন্দু। রোববার লাস ভেগাসের প্ল্যানেট হলিউডে মার্কিন পপ গায়িকার ৪৭তম জন্মদিনে রিয়াল মাদ্রিদ তারকার উপস্থিতি যেন নতুনভাবে চাঙ্গা করে দিয়েছে জে লো’কে। রোনালদোকে পেয়ে যিনি বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে সুন্দর এবং উষ্ণ মানুষের সঙ্গে সময় কাটিয়ে দারুণ লাগছে!’
শুধু তাই নয়, জেনিফার লোপেজের সঙ্গে একটি ছবিও তুলেছেন তিনি।