News71.com
 Sports
 29 Jul 16, 11:20 AM
 621           
 0
 29 Jul 16, 11:20 AM

মেন্ডিসের রেকর্ডের তারুণ্য।।

মেন্ডিসের রেকর্ডের তারুণ্য।।

স্পোর্টস ডেস্কঃ অপরাজিত থেকে মাঠ ছেড়ে আরও কিছু রেকর্ডের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছেন ২১ বছর বয়সী কুশল মেন্ডিস। বেশির ভাগ রেকর্ডই বয়সের কীর্তিতে। সেই সব রেকর্ডের কুশল নিম্নরূপঃ

* মেন্ডিসের চেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০+ ইনিংস খেলেছেন মাত্র একজনই। ১৯৬৩-১৯৬৪ মৌসুমে ওভালে ১৭৫ রানের ইনিংস খেলার সময় গ্রায়েম পোলকের বয়স ছিল ১৯ বছর ৩৩১ দিন।

* ডাবল সেঞ্চুরি করতে পারলে মেন্ডিস হবেন ২১ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করা ইতিহাসে প্রথম ব্যাটসম্যান।

* মেন্ডিসের মতো এত কম বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করতে পারেনি শ্রীলঙ্কার আর কেউ। ১৯৯২ সালে কলম্বো টেস্টে সেঞ্চুরি করার সময় রমেশ কালুভিতারানার বয়স ছিল ২২ বছর ২৬৭ দিন।

* নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস ছিল অশঙ্কা গুরুসিনহার ১৩৭। দুই যুগ পুরোনো এই রেকর্ড ভাঙলেন মেন্ডিস।

* ১৯৩ করতে পারলে হোম-অ্যাওয়ে মিলিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ ইনিংসটা হয়ে যাবে তাঁর। কুমার সাঙ্গাকারা করেছিলেন ১৯২।

* মেন্ডিসের এত এত রেকর্ড কিন্তু তাঁর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেই। যেকোনো দলের বিপক্ষেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ২০১ করেছিলেন শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পু।

* যেকোনো দলের বিপক্ষেই গত দশ বছরে এত কম বয়সে শ্রীলঙ্কার কেউ টেস্ট সেঞ্চুরি পেল। ২০০৬ সালে বগুড়া টেস্টে ১৬৫ করার সময় উপুল থারাঙ্গার বয়স ছিল ২১ বছর ৩৪ দিন।

* মেন্ডিসের আগে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করার কীর্তি ছিল মাত্র দুই শ্রীলঙ্কানের। দুলিপ মেন্ডিস ও অরবিন্দ ডি সিলভার। ৩০ বছর পর এমন কীর্তি মেন্ডিসের ব্যাটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন