স্পোর্টস ডেস্কঃ অপরাজিত থেকে মাঠ ছেড়ে আরও কিছু রেকর্ডের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছেন ২১ বছর বয়সী কুশল মেন্ডিস। বেশির ভাগ রেকর্ডই বয়সের কীর্তিতে। সেই সব রেকর্ডের কুশল নিম্নরূপঃ
* মেন্ডিসের চেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০+ ইনিংস খেলেছেন মাত্র একজনই। ১৯৬৩-১৯৬৪ মৌসুমে ওভালে ১৭৫ রানের ইনিংস খেলার সময় গ্রায়েম পোলকের বয়স ছিল ১৯ বছর ৩৩১ দিন।
* ডাবল সেঞ্চুরি করতে পারলে মেন্ডিস হবেন ২১ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করা ইতিহাসে প্রথম ব্যাটসম্যান।
* মেন্ডিসের মতো এত কম বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করতে পারেনি শ্রীলঙ্কার আর কেউ। ১৯৯২ সালে কলম্বো টেস্টে সেঞ্চুরি করার সময় রমেশ কালুভিতারানার বয়স ছিল ২২ বছর ২৬৭ দিন।
* নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস ছিল অশঙ্কা গুরুসিনহার ১৩৭। দুই যুগ পুরোনো এই রেকর্ড ভাঙলেন মেন্ডিস।
* ১৯৩ করতে পারলে হোম-অ্যাওয়ে মিলিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ ইনিংসটা হয়ে যাবে তাঁর। কুমার সাঙ্গাকারা করেছিলেন ১৯২।
* মেন্ডিসের এত এত রেকর্ড কিন্তু তাঁর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেই। যেকোনো দলের বিপক্ষেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ২০১ করেছিলেন শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পু।
* যেকোনো দলের বিপক্ষেই গত দশ বছরে এত কম বয়সে শ্রীলঙ্কার কেউ টেস্ট সেঞ্চুরি পেল। ২০০৬ সালে বগুড়া টেস্টে ১৬৫ করার সময় উপুল থারাঙ্গার বয়স ছিল ২১ বছর ৩৪ দিন।
* মেন্ডিসের আগে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করার কীর্তি ছিল মাত্র দুই শ্রীলঙ্কানের। দুলিপ মেন্ডিস ও অরবিন্দ ডি সিলভার। ৩০ বছর পর এমন কীর্তি মেন্ডিসের ব্যাটে।