স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ আজ ঢাকা আসছেন। ৬ দিনের জন্য বোলিং কোচ হিসেবে তিনি আজ আসছেন। জানা গেছে, স্বল্প সময়ের এই সফরে মোট ১০ দিন ঢাকায় থাকবেন আকিব জাভেদ। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং পরামর্শক হিসেবে বিসিবি তাকে নিয়োগ দিয়েছে। এই ১০ দিনের মধ্যে এইচপির পেসারদের নিয়ে কাজ করবেন ৭ দিন। শেষ ৩ দিন তিনি যোগ দেবেন জাতীয় দলের চলমান ক্যাম্পে। ওই সময় তিনি কাজ করবেন জাতীয় দলের পেসারদের নিয়ে।
হিথ স্ট্রিকের বিদায়ের পর বাংলাদেশের বোলিং কোচ হিসেবে তাকেই এক প্রকার নির্বাচন করে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সেই সময় বিসিবির প্রস্তাব সরাসরি নাকচ করে দেন জাভেদ। এদিকে এইচপি ক্যাম্পে মোট ১৬ জন পেসার রয়েছেন। আর বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে রয়েছেন নয় জন পেসার।