News71.com
 Sports
 29 Jul 16, 01:15 PM
 702           
 0
 29 Jul 16, 01:15 PM

নিউজিল্যান্ডের সামনে অসহায় জিম্বাবুয়ে

নিউজিল্যান্ডের সামনে অসহায় জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: বিগত ২০১৪ সালে বাংলাদেশের কাছে ধরাশায়ী হওয়ার দীর্ঘ ২০ মাস পর টেস্টে ফিরলো জিম্বাবুয়ে। তখন এই সময়ের মধ্যে আর টেস্ট খেলতে নামেনি জিম্বাবুইয়ানরা। অবশেষে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলো হ্যামিল্টন মাসাকাদজারা। কিন্তু প্রত্যাবর্তনটা জিম্বাবুয়ের খুব বেশি ভালো হলো না।

টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা। তার মধ্যে বিশেষ করে নেইল ওয়াগনার। এই পেসারের হাতেই ধরাসায়ী জিম্বাবুইয়ানরা। একাই ৪১ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন টিম সাউদি এবং মিচেল সান্তনার।

আর শুরু থেকেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। ব্রায়ান চারিকে দিয়ে শুরু। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ মুহূর্তে ডোনাল্ড তিরিপানো ৪৯ রান করে জিম্বাবুয়েকে মহা বিপর্যয় থেকে বাঁচান। এটাই সর্বোচ্চ ইনিংস। প্রিন্স মাসভুরি করেন ৪২ রান। শেষ পর্যন্ত ১৬৪ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।’ জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩২ রানে দিন শেষ করে নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল ১৪ এবং টম লাথাম রয়েছেন ১৬ রানে উইকেটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন