News71.com
 Sports
 29 Jul 16, 06:42 PM
 642           
 0
 29 Jul 16, 06:42 PM

সেরা হাসপাতালেই হবে মুস্তাফিজের অপারেশন...

সেরা হাসপাতালেই হবে মুস্তাফিজের অপারেশন...

 

স্পোর্টস ডেস্কঃ  এটাই যেন পেস বোলারদের ভবিতব্য। বারবার অপারেশন টেবিল থেকে মাঠে ফিরে বিশ্ব ক্রিকেটে এক অনন্য উদাহারণ সৃষ্টি করেছেন “দ্য বস” মাশরাফি বিন মুর্তাজা। সেই মাশরাফির প্রিয় অনুজ সতীর্থ “কাটার মাস্টার” মুস্তাফিজকে এবার ডাক্তারদের জীবনরক্ষাকারী ছুঁড়ি-কাঁচির নিচে যেতে হচ্ছে।

আগের এমআরআইতে তার বাম কাঁধের স্ল্যাপে (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিওর) সমস্যা ধরা পড়েছিল। এরপর গতকাল এমআর অর্থোগ্রামের পর জানা গেছে, এটি টাইপ-২ শ্রেণীর ইনজুরি। ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার রিপোর্ট দেখে “দ্য ফিজ”-কে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

কবে এবং কোথায় অস্ত্রোপচার হবে সে বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, “বিসিবির কোচ, ফিজিও, চিকিৎসকেরা এখন ওখানকার ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে জানবেন। আমরা সম্ভাব্য সেরা জায়গায়ই ওর চিকিৎসা করাব।”

অস্ত্রোপচার হলে সুস্থ হয়ে মাঠে ফিরতে মাস ছয়েক সময় লাগবে মুস্তাফিজের। ফলে সাসেক্সের হয়ে অভিষেক ম্যাচেই ইংলিশ কাউন্টি মাতানো ‘কাটার মাস্টার’-কে এবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন