News71.com
 Sports
 29 Jul 16, 10:35 PM
 721           
 0
 29 Jul 16, 10:35 PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেল আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেল আবাহনী

 

স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে চারবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ফেনী সকারের বিপক্ষে এই জয়ের পেছনে একমাত্র অবদান রেখেছেন আবাহনী ফরোয়ার্ড জুয়েল। শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জুয়েলের গোলে ১-০ ব্যবধানে কষ্টের জয় পায় আবাহনী।

উল্লেখ্য, চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ ড্র দিয়ে প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল ঢাকা আবাহনীর। অন্যদিকে এখনও পর্যন্ত জয়ের মুখ না দেখা ফেনী সকার আবাহনীকে শুরু থেকে বেশ চাপে রাখে। ২৬তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় দলটি। কিন্তু সুশান্ত ত্রিপুরার ক্রসে শাহরান হাওলাদারের হেড আটকে দেন ডিফেন্ডার তপু বর্মন। চার মিনিট পর উচে ফেলিক্সের শট আটকে দেন আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম।

জুয়েল-লি টাক-সানডে চিজোবার হাত ধরে গুছিয়ে ওঠা আবাহনীর ভালো একটি সুযোগ নষ্ট হয় ৩৭তম মিনিটে। এছাড়া ইমন মাহমুদের কর্নারে সানডের শট ফেনী সকারের এক ডিফেন্ডারের গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। তবে পাঁচ মিনিট পরই জুয়েলের সুযোগসন্ধানী গোলে এগিয়ে যায় জর্জ কোটানের দল।

ইমনের ফ্রি কিক রুখে দিলেও বল গ্লাভসবন্দী করতে পারেননি সুজন চৌধূরী। সামনে থাকা জুয়েল দ্রুত সুযোগটি কাজে লাগিয়ে গোলের আনন্দে মাতেন। চলতি লিগে জাতীয় দলের এই উঠতি ফরোয়ার্ডের এটি প্রথম গোল। দ্বিতীয়ার্ধে আধিপত্য বজায় রাখলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী। তাই একটি মাত্র গোলেই সন্তুষ্ট থাকতে হয় ফেবারিটদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন