স্পোর্টস ডেস্কঃ আগামীকাল শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে দিনব্যাপী বর্ষাকালীন জিমনেস্টিক্স প্রতিযোগিতা। সিনিয়র (পুরুষ ও মহিলা) এবং জুনিয়র (বালক ও বালিকা) বিভাগের এ প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টায়।
সূত্র থেকে জানা গেছে , বিকেল ৫টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জিমনেস্টিক্স ফেডারেশনের সহ-সভাপতি ও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক চৌধুরী খসরু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জিমনেস্টিক্স ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ।