স্পোর্টস ডেস্ক: জ্যামাইকার সাবিনা পার্কে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিসের ১৯৬ রানের জবাবে ৯ উইকেটে ৫০০ রান তোলার পর ইনিংস ঘোষণা করেছে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে লোকেশ রাহুলের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন আজিঙ্কে রাহানে। ১০৮ রানে অপরাজিত থাকেন।
আবার তৃতীয় দিনে ৫ উইকেট হাতে রেখে ৩৫৮ রান নিয়ে দিন শুরু করা ভারত আরও ১৪২ রান যোগ করে। কিন্তু এদিন মাঠে খেলোয়াড়দের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। লাঞ্চের পর বৃষ্টির কারণে খেলা বেশ কিছু সময় বন্ধ থাকে। তারপরও ৫০০ রানে ইনিংস ঘোষণার পর সফরকারীরা ৩০৪ রানের লিড পেয়েছে।
রাহানের সঙ্গে আগের দিনের অপরাজিত থাকা ঋদ্ধিমান শাহ তৃতীয় দিনেও তাকে যোগ্য সঙ্গ দেন। উইকেটরক্ষক এ ব্যাটসম্যান হোল্ডারের বলে আউট হওয়া আগে ৪৭ রান করেন। ক্যারিবীয় বোলারদের মধ্যে সরোচ্চ পাঁচ উইকেট দখল করেন রোস্টন চাস।