স্পোর্টস ডেস্কঃ রিও অলিম্পিকের প্রথম স্বর্ণ পদকটি জয় করল যুক্তরাষ্ট্র।গতকাল মার্কিন টিন এইজ শ্যুটার ভার্জিনিয়া থারেসার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ পদকটি জিতে নিয়েছেন ।
দেওদোরা শ্যুটিং ভেন্যুতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সাবেক ও বর্তমান চ্যাম্পিয়ন চীনের শ্যুটারদের পেছনে ফেলে স্বর্ণ পদক জিতে নেন ১৯ বছর বয়সি ওই মার্কিন কিশোরি। তিনি ২০৮ পয়েন্ট সংগ্রহ করেছেন। রৌপ্য পদক জয় করেন ২০০৪ সালের এথেন্স চ্যাম্পিয়ন চীনের ডুলি। ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদকটি লাভ করেছেন বর্তমান চ্যাম্পিয়ন চীনের উই সিলিং। স্বর্ণ জয়ী মার্কিন এই কিশোরির মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটি পরিয়ে দেন অলিম্পিক প্রধান থমাস বাক ।