News71.com
 Sports
 08 Aug 16, 11:34 AM
 696           
 0
 08 Aug 16, 11:34 AM

প্রথমবার অলিম্পিকে এসেই ইতিহাস গড়ল নতুন রাস্ট্র কসোভো

প্রথমবার অলিম্পিকে এসেই ইতিহাস গড়ল নতুন রাস্ট্র কসোভো

স্পোর্টস ডেস্ক: সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গত ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। কিন্তু নতুন বলকান কসোভো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যপদ পায় ২০১৪ সালে। সেই স্বীকৃতির বাস্তবায়ন হলো এবারের রিও গেমসে। আর তৈরি হলো সোনা জয়ের ইতিহাস!

অলিম্পিকে প্রথমবারের মতো সুযোগ পাওয়া কসোভোকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন জুডোকা মাইলিন্দা কেলমেন্দি। অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো বেজে উঠে কসোভোর জাতীয় সঙ্গীত। গতকাল রবিবার দারুণ জমে ওঠা মেয়েদের ৫২ কেজি ওজনশ্রেণির ফাইনালে ইতালির ওদেত্তে জুফ্রেইদাকে ১ পয়েন্টের ব্যবধানে হারান কেলমেন্দি।

বিগত ২০১২ সালের লন্ডন অলিম্পিকে তাই আলবেনিয়ার পতাকাতলে খেলেন দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন কেলমেন্দি, ছিটকে যান দ্বিতীয় রাউন্ডেই। আর এবার এই রিও ডি জেনিরোতেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই ইভেন্টে সোনা জেতেন। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে কসোভোর পতাকা ছিল কেলমেন্দির হাতেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন