News71.com
 Sports
 08 Aug 16, 12:13 PM
 641           
 0
 08 Aug 16, 12:13 PM

রিও অলিম্পিক ।। চীনকে প্রথম স্বর্ণ এনে দিলেন জাং...

রিও অলিম্পিক ।। চীনকে প্রথম স্বর্ণ এনে দিলেন জাং...

 

নিউজ ডেস্ক: রিও অলিম্পিকের দ্বিতীয় দিন এসে স্বর্ণের দেখা পেল চীন। আর নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় দল নিয়ে আসা এবারের আসরে দলটিকে সুসংবাদ দিলেন প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেওয়া জাং মেনজিউ। ১০ মিটার এয়ার পিস্তলে তিনি সোনা জেতেন।

গত রোববারের এ খেলায় জাং হারান নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিয়ার ভিতালিনা বাৎসারাশ্কিনাকে। ২৫ বছর বয়সী এ তরুণী ফাইনাল রাউন্ডে ২০ শটে ১৯৯.৪ পয়েন্ট নিয়ে সেরা হন।

রুপা জয়ী ভিতালিনার ফাইনাল রাউন্ডে পয়েন্ট ছিল ১৯৭.১। আর তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন গ্রিসের আন্না কোরাকাকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন