News71.com
 Sports
 08 Aug 16, 11:54 PM
 633           
 0
 08 Aug 16, 11:54 PM

১০ মিটার এয়ার রাইফেলে সেরা নিক্কোলো কামপ্রিয়ানি।।

১০ মিটার এয়ার রাইফেলে সেরা নিক্কোলো কামপ্রিয়ানি।।

স্পোর্টস ডেস্কঃ লন্ডনে গত অলিম্পিকে রুপার পদক জিতেছিলেন নিক্কোলো কামপ্রিয়ানি। রিওতে আরেক ধাপ এগিয়ে জিতে নিলেন স্বর্ণপদক। আজ সোমবার (৮ আগস্ট) গেমসের তৃতীয় দিনে ফাইনাল রাউন্ডে সোনা জিততে ২০৬.১ স্কোর করেন কামপ্রিয়ানি। ইউক্রেনের সেরিহি কুলিশ শেষ দিকে খারাপ শট মেরে ২০৪.৬ পয়েন্ট নিয়ে রুপা জেতেন। আর ব্রোঞ্জ জেতেন রাশিয়ার ২১ বছর বয়সী শুটার ভ্লাদিমির মাসলেনিকভ।

২০০৮ সালের বেইজিংয়ে সোনা জেতা ভারতের অভিনব বিন্দ্রা চতুর্থ স্থান পান। ২৮ বছর বয়সী কামপ্রিয়ানি কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৩০.২ স্কোর করে অলিম্পিক রের্কড গড়েন। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬২১.২ স্কোর গড়ে ৫০ জনের মধ্যে ২৫তম হন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন