স্পোর্টস ডেস্কঃ জুডোর দেশ জাপান, অথচ এই ইভেন্ট থেকেই পুরুষরা স্বর্ণের দেখা পাচ্ছিল না। অবশেষে সেই খরা কাটালেন শোহেই ওনো। ৭৩ কেজি ওজন শ্রেণীতে সেরা হলেন তিনি। উল্লেখ্য, স্বর্ণ জয়ের মিশনে আজারবাইজানের রুস্তাম ওরুয়োভকে হারান ২৪ বছর বয়সী ওনো।
২০১২ লন্ডন অলিম্পিকে কোন জাপানের কোনো পুরুষ স্বর্ণ জেতেনি। মেয়েদের ক্যাটাগরি থেকে এসেছিল একটি সোনা। এরপূর্বে ২০০৮ বেইজিং অলিম্পিক থেকে জাপানের পুরুষরা স্বর্ণ জিতেছিল।