News71.com
 Sports
 09 Aug 16, 12:15 PM
 619           
 0
 09 Aug 16, 12:15 PM

অলিম্পিকে রেকর্ড গড়ে অ্যাডাম পিটি’র স্বর্ণ জয়।।

অলিম্পিকে রেকর্ড গড়ে অ্যাডাম পিটি’র স্বর্ণ জয়।।

 

স্পোর্টস ডেস্কঃ রিও অলিম্পিকের দ্বিতীয় দিনে সাঁতারে যুক্তরাজ্যকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন অ্যাডাম পিটি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্ব রেকর্ড গড়তে পিট সময় নেন ৫৭.১৩ সেকেন্ড। এর আগের বিশ্ব রেকর্ডটি তার দখলেই ছিল। ২১ বছর বয়সী পিটি এবারের অলিম্পিক শুরু ক’দিন আগেই আগের রেকর্ডটি গড়েছিলেন। সেবার তিনি ৫৭.৫৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন।

তবে মজার বিষয় হলো, অলিম্পিক আসরে এবারই তার প্রথম অংশগ্রহণ। পুরুষদের ১০০ মিটারের এই ব্রেস্টস্ট্রোক সাঁতারে পিটি পেছনে ফেলেন দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ভ্যান ডার বার্গকে। বার্গ ৫৮.৬৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। আর যুক্তরাষ্ট্রের কোডি মিলার ৫৮.৮৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ লাভ করেছেন। অ্যাডাম পিটের চ্যাম্পিয়ন হওয়ার সাঁতারের পুরুষ এককে দীর্ঘ ২৮ বছরের স্বর্ণ জয়ের খরা কাটালো যুক্তরাজ্য। এর আগে যুক্তরাজ্যের হয়ে সর্বশেষ ১৯৮৮ সালে আদ্রিয়ান মুরহাউজ স্বর্ণ জয় করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন