স্পোর্টস ডেস্কঃ রিও অলিম্পিকে ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে চীনের চেন আইশেন ও লিন ইউই জুটি প্রত্যাশিত স্বর্ণ জিতেছে। এবারই প্রথম জুটি বেঁধে অলিম্পিকে অংশগ্রহন করেন। আর খেলায় দারুণ পারর্ফম দেখিয়ে হন সেরা।
দ্বিতীয় হয়ে যুক্তরাষ্ট্র রুপা জিতেছে। আর ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে ব্রিটেন। অপরদিকে অলিম্পিকের এই ইভেন্টে টানা চতুর্থবার স্বর্ণ নিশ্চিত করলো চীন।
অলিম্পিকে ডাইভিংয়ে আটটি ইভেন্ট রয়েছে। যেখানে এই ইভেন্ট জয়ের পর সবকটিতে স্বর্ণের আশা করছে চীন।