স্পোর্টস ডেস্কঃ বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ২৫৪ রানে জিতে ২-০ ব্যবধানের সিরিজ নিশ্চিত করলো নিউজিল্যান্ড। ৩৮৬ রানের টার্গেটে ব্যাট করা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে সবকটি উইকেট হারায়।
চতুর্থ দিন ৫৮ রানে তিন উইকেট হারানো স্বাগতিক জিম্বাবুয়ে শেষ দিন নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। সফরকারী বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতেই উইকেট খোয়ায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার টিনো মাওয়ো। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ার ক্রেইগ আরভিন এদিন ২৭ রান করে আউট হন।
কিউই বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান স্পিনার ইশ শোধি ও মার্টিন গাপটিল। আর একটি করে উইকেট দখল করেছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেল ওয়াগনার ও মিচেল স্যান্টনার। ম্যাচ সেরা হন জয়ী দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। আর সিরিজ সেরার পুরস্কার উঠেছে স্পিনার ওয়াগনারের হাতে।