News71.com
 Sports
 12 Aug 16, 12:07 AM
 617           
 0
 12 Aug 16, 12:07 AM

লন্ডনে কাটার মাস্টার মুস্তাফিজের সফল অস্ত্রোপচার ।।

লন্ডনে কাটার মাস্টার মুস্তাফিজের সফল অস্ত্রোপচার ।।

নিউজ ডেস্কঃ লন্ডনের কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস সফলভাবেই শেষ করেছেন মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধের অস্ত্রোপচার। অস্ত্রোপচারে সময় লেগেছে ৫০ মিনিটের মতো ।

স্থানীয় সময় দুপুর ২টায় অস্ত্রোপচার শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি শুরু হয়েছে আজ বিকেল ৩টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৪০)। অস্ত্রোপচারের পর ২ ঘন্টা অস্ত্রোপচার কক্ষেই রাখা হবে মুস্তাফিজকে। তারপর নিয়ে যাওয়া হবে বেডে। আজ রাতটা হাসপাতালেই থাকবেন বাংলাদেশ দলের বাঁহাতি এই পেসার ।

বর্তমানে লন্ডনে অবস্থানরত বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীরও আশা, ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন মুস্তাফিজ। মাঠে ফিরতে পারবেন আগের মতোই দূর্বোধ্য বোলিং নিয়ে। অস্ত্রোপচারের সময় অস্ত্রোপচার কক্ষে ছিলেন তিনিও ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন