News71.com
 Sports
 12 Aug 16, 11:13 AM
 652           
 0
 12 Aug 16, 11:13 AM

ফেলপসের ২২তম স্বর্ণ

ফেলপসের ২২তম স্বর্ণ

 

স্পোর্টস ডেস্ক: সুইমিংপুলের স্বর্ণপদকগুলো যেন ফেলপসের জন্যই রাখা। নামলেন আর জিতে নিলেন। সাঁতারের জীবন্ত কিংবদন্তি মাইকেল ফেলপসের বিষয়টি ঠিক এমন হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের এই তারকা রিও অলিম্পিকে নিজের চতুর্থ ইভেন্ট ২০০ মিটার ব্যক্তিগত মিডলে স্বর্ণ জিতলেন এই নিয়ে অলিম্পিকে তার স্বর্ণের সংখ্যা দাঁড়ালো ২২ -এ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন