News71.com
 Sports
 12 Aug 16, 05:13 PM
 639           
 0
 12 Aug 16, 05:13 PM

রিও অলিম্পিক থেকে বাংলাদেশি সাগরেরও বিদায়...

রিও অলিম্পিক থেকে বাংলাদেশি সাগরেরও বিদায়...

নিউজ ডেস্ক: রিও অলিম্পিকে শ্যুটার আবদুল্লাহ হেল বাকি ও আর্চারি শ্যামলীর দেখানো পথে হাঁটলেন এবার মাহফিজুর রহমান সাগর। সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট সাগর। ৮৫ জনের মধ্যে সাগরের অবস্থান ৫৪তম। ৫০ মিটার ফ্রি স্টাইলে সাগরের সেরা টাইমিং ছিল ২৩.৯৩ সেকেন্ড।

আর পরের রাউন্ডে জায়গা পেয়েছে ১৬ জন। তখন এর মধ্যে রোমেনিয়ার নরবার্ত ট্র্যান্ডাফির ২২.১০ সেকেন্ড সময় নিয়ে ১৬তম হয়ে কোয়ালিফাই করেন। আর হিটে সেরা টাইমিং করেন ইউক্রেনের আন্দ্রিয়া হোভোরভ। তিনি সময় নেন ২১.৪৯ সেকেন্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন