স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেল বনাম বিজেএমসির ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। আজ বিকালে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমে গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত বিজেএমসি গোলটি পরিশোধ করায় জয় থেকে বঞ্চিত হয় শেখ রাসেল ।
২৫তম মিনিটে ইকাঙ্গার গোলে এগিয়ে যায় শেখ রাসেল। বক্সের ঠিক বাইরে ইমরান হোসেন রুবেল মোনায়েম খান রাজুকে ফাউল করলে ফ্রি-কিক পায় শেখ রাসেল। রাজুর ফ্রি-কিকে হেড করে বল জালে পাঠান ইকাঙ্গা। ৫০ মিনিটে শোধ করে দেন বিজেএমসির ফুটবলার ময়মনসিংহের ছেলে জিকু। ম্যাচের পর কোচ মারুফুল হক জানান, “একটা পয়েন্ট পেয়েছি, আশা করি সামনের ম্যাচে জয় পাব ।