স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জাতীয় দলে ফিরতে চান বলে ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার দুই মাসেরও কম সময়ের মধ্যে তিনি এই ঘোষণা দিলেন। জানাগেছে, আর্জেন্টিনার নতুন কোচ এদগার্ডো বাউজার সঙ্গে আলাপচারিতার পর তিনি এই ঘোষণা দেন।
গত জুন মাসে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে আর্জেন্টিনার হারের পর ২৯ বছর বয়সী মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। আর ওই খেলায় পেনাল্টি মিস করেন তিনি।
গতকাল শুক্রবার আর্জেন্টিনার মেসি বলেছেন, জাতীয় দলকে আমি সাহায্য করতে চাই। আর্জেন্টিনার ফুটবলে অনেক সমস্যা দেখছি আমি। আমি নতুন করে কোনো সমস্যা সৃষ্টি করতে চাই না।