News71.com
 Sports
 22 Feb 16, 06:15 AM
 1195           
 0
 22 Feb 16, 06:15 AM

ফুটবল ইতিহাসে নজির ।। তুরস্ক সুপারলিগে রেফারিকেই লাল কার্ড দেখালেন খেলোয়াড়

ফুটবল ইতিহাসে নজির ।। তুরস্ক সুপারলিগে রেফারিকেই লাল কার্ড দেখালেন খেলোয়াড়

নিউজ ডেস্ক : তুরস্কের সুপার লিগে রেফারিকে লাল কার্ড দেখিয়ে ফেঁসে গেছেন ট্রাবজোন্সপোরের ডিফেন্ডার সালিহ দুরসুন। ঘটনায় ‘বেরসিক’ রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন।।

গতকাল রোববার রাতে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচ চলার সময় ট্রাবজোন্সপোরের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানো নিয়ে বচসার এক পর্যায়ে রেফারির হাত থেকে লাল কার্ড পড়ে যায়। সেটা কুড়িয়ে নিয়ে রেফারিকেই দেখিয়ে দেন দুরসুন। ঘটনায় হতচকিত ট্রাবজোন্সপোরের এই ডিফেন্ডারকেও তাৎক্ষনিক লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

১৯৯৫ সালে এক ম্যাচে এমন কাণ্ডই করেছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবল পল গ্যাসকোয়েন। অবশ্য সেবার কার্ড ছিল হলুদ। তাই রেফারিও গ্যাসকোয়েনকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। চার লাল কার্ডের খাড়ায় সাত জন নিয়ে ম্যাচ শেষ করে ট্রাবজোন্সপোর। অবশেষে ম্যাচটি দুরসুনরা হারেন ২-১ গোলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন