News71.com
 Sports
 15 Aug 16, 11:58 AM
 635           
 0
 15 Aug 16, 11:58 AM

অলিম্পিকে ব্যর্থদের পাশে কোহলি ।।

অলিম্পিকে ব্যর্থদের পাশে কোহলি ।।

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজে এক টেস্ট বাকি থাকতেই সিরিজ জিতে গিয়ে অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিযোগীদের পাশে দাঁড়ালেন বিরাট কোহলি। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বলেছেন, প্রতিযোগীরা পদক জিততে না পারলেও নিজেদের হৃদয় দিয়ে সেরা পারফরম্যান্স করার চেষ্টা করেছেন।

কোহলি এমন কথাও বলেন যে, দেশের অ্যাথলিটরা অনেক ক্ষেত্রেই সেরা সুযোগসুবিধা পান না। তারপরেও তারা যে চেষ্টার ত্রুটি রাখেননি, তার জন্য সকলের প্রশংসাই প্রাপ্য। সেন্ট লুসিয়ায় তৃতীয় টেস্টে ২৩৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে চূর্ণ করার পর সাংবাদিক সম্মেলনে কোহলি জানান, ‘‘অলিম্পিকের মতো ইভেন্টে সবার আগে আমাদের দেখা উচিত, কীভাবে আমাদের অ্যাথলিটরা তৈরি হচ্ছে। ওরা প্রত্যেকে নিজেদের উজাড় করে দেওয়া চেষ্টা করে। এটা খুবই যন্ত্রণাদায় যে, তারপরেও কেউ কেউ আমাদের প্রতিযোগীদের সেই চেষ্টার দিকটা উপেক্ষা করে।

কোহলি কারও নাম উল্লেখ করেননি যে, কারা এই আক্রমণকারীরা। কিন্তু অনেকের মনে পড়ে যাবে, লেখিকা শোভা দে প্রশ্ন তুলেছিলেন ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে। তিনি টুইট করেন, ভারতীয়রা অলিম্পিকে গিয়েছে ঘুরতে আর সেলফি তুলতে। ‘‘ক্রিকেটেও সব সময় একশো শতাংশ দিয়েও সাফল্য পাওয়া যায় না,’’ মনে করিয়ে দিতে চান কোহলি। আরও জানান, ‘‘অন্যান্য দেশের অ্যাথলিটরা যেরকম সুযোগ-সুবিধা পায়, তার দশ শতাংশও আমাদের দেশে অনেকে পায় না। তারপরেও নিজেদের ১২০ শতাংশ দিয়ে ওরা পদক জেতার চেষ্টা করে। তাকে সম্মান করা উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন