News71.com
 Sports
 16 Aug 16, 06:52 PM
 612           
 0
 16 Aug 16, 06:52 PM

এবার বিপিএলের খেলবে নতুন দুই দল খুলনা-রাজশাহী!

এবার বিপিএলের খেলবে নতুন দুই দল খুলনা-রাজশাহী!

 

স্পোর্টস ডেস্ক: পূর্ব ঘোষিত সময় অনুযায়ী চলতি বছরের নভেম্বরে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগের ৬টি দলের সঙ্গে আরও দু'টি দল যুক্ত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সেই দু’টি দল হতে পারে খুলনা ও রাজশাহী। কিন্তু এখনও ফ্রাঞ্চাইজি সংখ্যা চূড়ান্ত নির্ধারণ হয়নি। তবে পরবর্তী ২ সপ্তাহের দল নির্বাচন করা হবে। আগের বিপিএলে ৬ টি দল থাকলেও এবার ৮ টি দল করার পরিকল্পনা রয়েছে।

গত রবিবার নিজ বাস ভবনে তিনি আরও বলেছেন, ‘আগামী আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করা হবে। গত বছর রাজশাহী আবেদন করেছিল, কিন্তু সময় মতো না আসায় আমরা তাদের নিতে পারিনি। খুলনাও এই বছর আসতে পারে। কিন্তু আমরা যা করি সঠিক নিয়মের মধ্যেই করব।’

বিসিবি প্রধান বলেছেন, নভেম্বর আসতে এখনও হাতে কিছুদিন সময় থাকলেও এখন থেকেই এর কার্যক্রম এগিয়ে রাখতে চায় বিসিবি। আগামী কয়েকদিনের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি ঠিক করার জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হবে এবং ১৫ দিনের মধ্যেই আটটি দল চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে বিগত ২০১১ সালে প্রথম ছয়টি দল নিয়ে আয়োজন করা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর। পরের বছর আরও একটি বাড়িয়ে ৭ দল নিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। কিন্তু নানা অনিয়ম ও অভিযোগের কারণে মাঝে দুই বছর বিপিএল মাঠে গড়ালেও গত বছর বিপিএলের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের নভেম্বরের মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন